সিলেটের সুরমা নদীর পাড় থেকে বস্তাবন্দী অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের নাকে-মুখে আঘাতের চিহ্ন রয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দির টেকনিক্যাল রোডের একটি রাইস মিলের সামনে নদীর পাড় এই মরদেহ উদ্ধার করা হয়।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, স্থানীয়দের খবরে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহের কোনো নাম-পরিচয় জানা যায়নি। দেহ পচে গেছে। হাত-পা বাঁধা। বয়স আনুমানিক ৪০ বছর। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।
ওসি কামরুল হাসান আরও বলেন, পুলিশের পাশাপাশি পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরহেদের পরিচয় শনাক্তে কাজও চলছে।