হোম > সারা দেশ > সিলেট

গ্রেপ্তারের তিন ঘণ্টার মধ্যে ছাড়া পেলেন খালেদা জিয়ার উপদেষ্টা মুক্তাদির

সিলেট প্রতিনিধি

গ্রেপ্তারের তিন ঘণ্টার মধ্যে ছাড়া পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। মুক্তাদিরের আইনজীবীরা থানায় মুক্তাদিরের জামিনের কাগজপত্র প্রদর্শন করলে আজ শনিবার সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে আজ বিকেল ৩টার দিকে তাকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের সামনে থেকে মুক্তাদিরকে গ্রেপ্তার করে সিলেট কোতোয়ালি থানা-পুলিশ। 

মুক্তাদিরকে থানা থেকেই ছেড়ে দেওয়ার তথ্য নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, ‘যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয় তাতে মুক্তাদির জামিনে ছিলেন। আজ গ্রেপ্তারের পর তার আইনজীবীরা থানায় রিকল দেখালে সন্ধ্যার দিকে পুলিশ তাকে ছেড়ে দেয়।’ 

অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস বলেন, ‘২০১৮ সালের সিলেট কোতোয়ালি থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় কোট থেকে ওয়ারেন্ট ইস্যু হয়। সেই মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।’ 

এদিকে গ্রেপ্তারের পর মুক্তাদিরকে কোতোয়ালি থানাতেই রাখা হয়। তখন সেখানে দলীয় নেতা–কর্মীরা ভিড় করেন। ইফতার আগ মুহূর্তে ছাড়া পান মুক্তাদির। 

বিএনপি সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে সিলেটেও অবস্থান কর্মসূচির আয়োজন করে বিএনপি। এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্যই শনিবার সিলেটে আসেন মুক্তাদির। বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়। খন্দকার আব্দুল মুক্তাদির গত সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির নেতৃত্বাধীন ঐক্য ফ্রন্টের প্রার্থী ছিলেন।

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার