সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ পড়েছেন জেলার শতাধিক পরিবারের মুসল্লি। আজ সোমবার সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাড়িতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়েছে।
জানা যায়, নামাজে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে সবাইকে সেমাই পরিবেশন করা হয়। নামাজে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী। এ ছাড়া জেলার অন্যান্য উপজেলায়ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।