হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জেরে মফিল মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার মিরাশী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মফিল মিয়া ওই গ্রামের মৃত আব্দুল আলী মিয়ার ছেলে। আজ শুক্রবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মফিল মিয়ার সঙ্গে একই গ্রামের শান্ত মিয়াসহ তাঁর লোকজনের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাঁদের মধ্যে আদালতে মামলা মোকদ্দমাও চলছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে মফিল মিয়াকে একা পেয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করা হয়। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আকজ ভোরে তিনি মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম আজকের পত্রিকাকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস