হোম > সারা দেশ > সিলেট

নিহত বুলবুলের পরিবারকে ৫ লাখ টাকা দেবে শাবিপ্রবি প্রশাসন, শিক্ষার্থীদের বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী বুলবুল আহমেদের পরিবারকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার বিকেলে প্রশাসনিক ভবন-১ এর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটি জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, ‘বুলবুলের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আমরা বুলবুলের হত্যাকাণ্ডে যারা জড়িত আছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব।’ 

অন্যদিকে বুলবুলের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন লোকপ্রশাসনে বিভাগের শিক্ষার্থীরা। বুধবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আশরাফুল আলম আকাশ বলেন, বুলবুলের পরিবারকে এককালীন ৫০ লাখ টাকা আর্থিক সহায়তা দিতে হবে এবং প্রতি মাসে ৫০ হাজার টাকা করে দিতে হবে তাঁর পরিবারকে।

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে