হোম > সারা দেশ > সিলেট

সারা দেশে ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ 

শাবিপ্রবি প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হতে থাকেন তাঁরা। পরে প্রক্টরিয়াল বডির বাধা উপেক্ষা করে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর একটি মিছিল এক কিলো সড়কে স্লোগান দিয়ে গোলচত্বরে সমাবেশে মিলিত হয়। পরে সেখান থেকে আবারও মিছিল নিয়ে প্রধান ফটকে সামনে এসে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন তাঁরা।

এতে ভোগান্তিতে পড়েন সাধারণ জনগণ। বিশৃঙ্খলা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে লাঠিসোঁটা, বাঁশ নিয়ে অবস্থান করতে দেখা যায়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও লড়াই করো’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শাহ পরাণ হল থেকে বিক্ষোভ মিছিল বের করেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সারা দেশে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সচেতন থাকার অনুরোধ জানান।

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা