হোম > সারা দেশ > সিলেট

বগুড়ার সান্তাহারে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনকাই গ্রামের আবদুর রহমানের ছেলে আল হোসেন (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়ার ছেলে নেওয়াজ (২০) ও মঞ্জুয়ারার ছেলে মিথুন (১৯)।

নিহত আল হোসেনের যমজ ভাই আল হাসান জানান, তাঁরা ৯ বন্ধু মিলে তিনটি মোটরসাইকেলে নওগাঁ বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছিলেন। মেলা শেষে বাড়ি ফেরার পথে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকায় তাঁদের মোটরসাইকেলটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনজন মারা যান।

আল হাসান আরও বলেন, ‘আমরা সান্তাহারের পোঁওতা রেলগেট থেকে ফিরে এসে দেখি, সড়কে আমার ভাইসহ তিনজনের নিথর দেহ পড়ে রয়েছে।’

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিমুল হক জানান, তাঁরা এক মোটরসাইকেলে তিনজন আসার সময় ঢাকাগামী একটি বাস ওভারটেক করে সামনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১