হোম > সারা দেশ > সিলেট

সিলেটে কোনো ভাস্কর্য-ম্যুরাল মেনে নেওয়া হবে না: তাওহীদি কাফেলা

সিলেট প্রতিনিধি

গতকাল রোববার রাতে নগরের একটি হোটেলে ‘তাওহীদি কাফেলা’ আয়োজিত মতবিনিময় সভা। ছবি: আজকেরে পত্রিকা

হযরত শাহজালাল (রহ.) শিরক উৎখাতে পুণ্যভূমি সিলেট এসেছিলেন। পবিত্র এ ভূমিতে কোনো ভাস্কর্য-ম্যুরাল মেনে নেওয়া হবে না। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল অপসারণে বারবার জেলা প্রশাসকের কাছে দাবি জানানো হয়েছে। কিন্তু জনদাবি বারবার উপেক্ষা করা হচ্ছে। প্রশাসনের এই গড়িমসি সিলেটের তাওহীদি জনতা মেনে নেবে না।

গতকাল রোববার রাতে নগরের একটি হোটেলে ‘তাওহীদি কাফেলা’ আয়োজিত সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল অপসারণের লক্ষ্যে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

হযরত শাহজালাল (রহ.) তাওহীদি কাফেলার উদ্যোগে অনুষ্ঠিত সভায় সিলেটের প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরাম, রাজনৈতিক, সামাজিক, ছাত্র ও ইমাম সমিতির নেতারা অংশ নেন। সভায় ম্যুরাল অপসারণের লক্ষ্যে ৩১ জানুয়ারি শুক্রবার বাদ জুমা সিলেট কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। সমাবেশ সফলে চার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও প্রচারণার কর্মসূচি নেওয়া হয়।

তাওহীদি কাফেলার আহ্বায়ক মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে ও সদস্যসচিব মাওলানা শাহ মমশাদ আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালি, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সিলেট মহানগর কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সমন্বয়ক হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, মুফতি রশিদ আহমদ প্রমুখ।

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন