হোম > সারা দেশ > সিলেট

শাবিপ্রবিতে ক্লাস করতে এসে আটক ছাত্রলীগ কর্মী, পুলিশে সোপর্দ

শাবিপ্রবি প্রতিনিধি 

শাবিপ্রবিতে ক্লাস করতে এসে আটক ছাত্রলীগ কর্মী। ছবি: আজকের পত্রিকা

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নুর মো. বায়েজীদ নামে এক ছাত্রলীগের কর্মীকে আটক করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে প্রক্টরদের উপস্থিততে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আটক নুর মো. বায়েজীদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শাবিপ্রবি শাখার সক্রিয় কর্মী ও পদপ্রত্যাশী ছিলেন।

শিক্ষার্থীরা জানান, আটক ছাত্রলীগ কর্মী বিগত জুলাই গণ-অভ্যুত্থানে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিল। তবে ১৫ জুলাই আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলন বলে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ায়। এতে করে ছাত্রলীগের তোপের মুখে পড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী আন্দোলনের শাবিপ্রবি শাখার সদস্যসচিব হাফিজুল ইসলাম বলেন, ‘আমরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছি। আটক শিক্ষার্থী আমাদের আন্দোলনে প্রথম দিকে সক্রিয় থাকলেও পরবর্তীতে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ায়। এর প্রেক্ষিতে ছাত্রলীগ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অনেকে আহত হন।’

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে বিরোধিতা করায় তার নামে একাধিক মামলা রয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছি। তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।’

এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমাদের টিম হাজির হয়ে একজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যথোপযুক্ত প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়েছি শিক্ষার্থীরা একজনকে আটক করেছে। পরবর্তীতে আমরা সেখানে সহকারী প্রক্টরদের পাঠাই। প্রক্টর ও শিক্ষার্থীদের সমন্বয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। কোনো ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি।’

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি