হোম > সারা দেশ > সিলেট

আ.লীগ আক্রমণাত্মক ভূমিকায় গেলেও পুলিশ ব্যবস্থা নেবে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

২৮ অক্টোবর লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের কেউ যদি মারধর করে বা আক্রমণাত্মক ভূমিকায় যায় পুলিশ তার দায়িত্ব পালন (ব্যবস্থা নেবে) করবে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী মনে করেন, বিএনপির ও আওয়ামী লীগের সমাবেশ ঘিরেও কোনো সংঘর্ষ হবে না। 

এর আগে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সিলেট বিভাগীয় নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে স্মারকগ্রন্থ ‘লেন্স’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আটাশের পর উনত্রিশ। উনত্রিশের পর আমার ডায়েরিতে কী কী অনুষ্ঠান লিখে রেখেছি। আমি এগুলো প্রতিপালন করব। তবে হ্যাঁ, তারা (বিএনপি) বলবে, আমরাও বলব এটা গণতন্ত্রের বিউটি। তবে লাঠিসোঁটা, মারপিট—এসব যারা করবে, আমার দল (আওয়ামী লীগ) করলেও পুলিশ তার দায়িত্ব পালন করবে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গণতন্ত্র খায় না। মানুষ চর্চা করে। আমরা গণতন্ত্র চর্চা করি। গণতন্ত্র চর্চার মূল কাজটা হলো ভোট। ভোটের জন্য আমরা তৈরি।’

বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগে বাংলাদেশের জন্য বিকল্প নেই। গণতন্ত্রের বাইরেও আমাদের বিকল্প নেই। আমাদের দেশের অভ্যন্তরে যদি ভুল-বোঝাবুঝি থাকে, সমাধান আমরাই করব। অন্য কাউকে দাওয়াত দিয়ে ডেকে এনে, একধরনের কথা আছে, খাল কেটে কুমির আনা। খাল কেটে কুমির আওয়ামী লীগ আনবে না। আমরা আমাদের দেশটিকে, আমাদের নেতৃত্বে, আমাদের সংবিধানে দেশ চলবে।’

বিপিজেএয়ের বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা