হোম > সারা দেশ > সিলেট

৩ লাখ টাকা ঋণ করে সৌদি আরবে গিয়ে চার মাসেই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সিলেট প্রতিনিধি

সৌদি আরবে ভবন থেকে পড়ে মারা যাওয়া নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

সৌদি আরবে ভবন থেকে পড়ে নজরুল ইসলাম (২৪) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সৌদি আরবের রিয়াদের হারায় স্থানীয় সময় ভোররাত ৪টায় কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে তাঁর মৃত্যু হয়।

নজরুল ইসলাম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের মুরারগাও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের অভাব দূর করার জন্য সাড়ে চার মাস আগে সৌদি আরব যান নজরুল ইসলাম। এর মধ্যে ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সকালে বাড়িতে তাঁর মৃত্যুর খবর এলে স্বজনেরা আহাজারি করেন।

নজরুলের বাবা নিজাম উদ্দিন বলেন, ‘আমার ছেলেটাকে কত আশা নিয়ে সৌদি আরব পাঠিয়েছিলাম। সদা হাসিখুশি থাকা ছেলেটা আজ আমাদের ছেড়ে চলে গেল। এমন করে এত অল্প বয়সে আমার ছেলেটা মারা যাবে, আমি ভাবতেই পারি নাই। সবাই তার জন্য দোয়া করবেন। দেশে তার লাশ আনার ব্যাপারে কথা হচ্ছে। নজরুলের বিদেশ যাওয়ার মাত্র চার মাস হইছে। প্রায় ৩ লাখ টাকা ঋণ করে তাকে বিদেশ পাঠাই। এক মাস কাজ করে বেতন পেয়ে কিছু টাকা পাঠিয়েছে। এখনো প্রায় আড়াই লাখ টাকা ঋণ রয়েছে। এ অবস্থায় আমার ছেলেটা মারা গেল।’

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা