হোম > সারা দেশ > সিলেট

বিমানবন্দরে আটকে দেওয়া হয় চিত্রনায়িকা নিপুণসহ ৩ জনকে, দুজন জেলে

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

চিত্রনায়িকা নিপুণ। ছবি: সংগৃহীত

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণসহ তিনজনকে লন্ডন যেতে দেওয়া হয়নি। তিনজনেরই আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে লন্ডন যাওয়ার কথা ছিল।

লন্ডন যেতে না পারা বাকি দুজন হলেন হবিগঞ্জের মো. গাফফার খান লিটন ও মিলন মিয়া।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দরে কর্মরত একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলেন। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাঁকে লন্ডন যেতে না দিয়ে ফেরত পাঠানো হয়। তবে কী কারণে গোয়েন্দা সংস্থা আপত্তি জানিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

আর মো. গাফফার খান লিটন ও মিলন মিয়ার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানায় প্রতারণার মামলা রয়েছে। রিকুইজিশনের ভিত্তিতে তাঁদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, লিটন ও মিলন শাহপরান থানার প্রতারণা মামলার ১ ও ২ নম্বর আসামি। আটকের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন।

ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা নূর ই বাহার আজকের পত্রিকাকে বলেন, নিপুণের লন্ডন যাত্রার ব্যাপারে আপত্তি তোলে গোয়েন্দা সংস্থা। তাদের আপত্তির পরিপ্রেক্ষিতে চিত্রনায়িকা নিপুণের লন্ডন যেতে দেওয়া হয়নি। তাঁকে ফেরত পাঠানো হয়েছে।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত