হোম > সারা দেশ > মৌলভীবাজার

চকলেট কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, তরুণ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় চকলেট কিনতে গিয়ে ৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই দিনই শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। এতে অভিযুক্ত রেদওয়ান ইসলাম আরিফ নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রেদওয়ান পৌরসভার গাজীটেকা-আইলাপুর এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, বড়লেখা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকা শিশুটি সোমবার সকালে চকলেট খাওয়ার জন্য বায়না ধরে। শিশুটির মা তাকে ৩০ টাকা দিয়ে দোকানে চকলেট কেনার জন্য পাঠান। কিন্তু শিশুটি বাসায় ফিরতে দেরি করায় মা গিয়ে দেখেন, দোকানমালিক রেদওয়ান ওই শিশুটিকে নির্যাতন করছেন। এ সময় তিনি চিৎকার দিয়ে শিশুটিকে উদ্ধার করেন।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শিশুটির মা থানায় মামলা করেছেন।

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১