হোম > সারা দেশ > সিলেট

১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, সিলেট ও গোয়াইনঘাট প্রতিনিধি

গোয়াইনঘাট উপজেলার তামাবিল-সোনাটিলা সীমান্ত এলাকা দিয়ে ১৩ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করা ১৩ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে কী কারণে তাঁরা ভারতে অনুপ্রবেশ করেছেন বা বিএসএফ কীভাবে তাঁদের ধরে নিয়ে গেছে, সে বিষয়টি এখনো সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি। এমনকি তাঁদের নাম-পরিচয় ও ঠিকানা পাওয়া সম্ভব হয়নি। যদিও আটক ব্যক্তিরা সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

গত রোববার রাতে তাঁদের ধরে নিয়ে যাওয়ার পর সোমবার বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে হস্তান্তর করেছে বলে জানা যায়। তবে তাদের থানায় রাখা হয়েছে, নাকি কারাগারে পাঠানো হয়েছে, বিষয়টি সোমবার রাত পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল সোমবার রাত ১২টায় স্থানীয় ইউপি সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তবে তাঁদের নাম বা ঠিকানা পাওয়া যায়নি।’

এ ব্যাপারে সোমবার দিবাগত রাত ১২টায় বিজিবির ৪৮ ব্যাটালিয়নের (সিলেট) অধিনায়ক লেফটেন্যান্ট মো. হাফিজুর রহমান বলেন, ‘গোয়েন্দা সূত্র ও সোর্সের মাধ্যমে বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কারও স্বজন নিখোঁজের ব্যাপারে কোনো ভিকটিমের পরিবার থেকে আমাদের কিছু জানানো হয়নি। আমরাও বিএসএফের কাছে কিছু জানতে চাইনি। কেউ লিখিতভাবে নিখোঁজের অভিযোগ করলে আমরা নিয়ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব।’

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১