হোম > সারা দেশ > সিলেট

নারী উদ্যোক্তারা সফল হলেই দেশ এগিয়ে যাবে: পররাষ্ট্রমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, নারীরা সফল হলেই দেশ এগিয়ে যাবে। নারীদের স্বার্থে সব নারী উদ্যোক্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। 

আজ বৃহস্পতিবার সকালে নগরের জিতু মিয়ার পয়েন্টে এহিয়া ওয়াকফের হলরুমে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) সিলেট জেলা ও মহানগর কমিটির উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নারীদের অধিকার সুনিশ্চিত করতে একান্তভাবে কাজ করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ব্যবসা-বাণিজ্যে নারীদের জন্য সরকারিভাবে বিশেষ সহায়তা দিয়ে যাচ্ছেন।’ 

গ্রাসরুটসের জাতীয় সমন্বয়নকারী অনিতা দাশ গুপ্তা এতে সভাপতিত্ব করেন। জেলার সাংগঠনিক সম্পাদক ফাতেমা সুলতানা পরিচালনা করেন। 

এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-সিলেট মহানগর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, গ্রাসরুটস এর নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র। 

আরও বক্তব্য দেন, ফ্লিম ফর পিস ফাউন্ডেশনের সভাপতি শীপা হাফিজা, ক্ষুদ্র-মাঝারি নারী উদ্যোক্তা বিষয়ক পরামর্শক মমতাজ ফারুকী চৌধুরী, সমাজকর্মী ডা. নাজরা চৌধুরী, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি। 

পরে বিকেলে সিলেট সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১