হোম > সারা দেশ > সিলেট

ওসমানী বিমানবন্দরে অধিকৃত ভূমির টাকা প্রাপ্তির দাবিতে অবস্থান

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

আজ বুধবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অধিকৃত ভূমির টাকা প্রাপ্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়। ছবি: আজকের পত্রিকা

সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অধিকৃত ভূমির টাকা প্রাপ্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকার ভুক্তভোগীরা। আজ বুধবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সিলেট সদর উপজেলার বিমানবন্দর এলাকার লালবাগ, ধোপাগুল, আটকিয়ারী, চরচরিকান্দি, বড়শালা, ছালিয়া ও আঙ্গারুয়া গ্রামের মানুষ দুপুরে এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে বক্তারা বলেন, ২০২০ সালে বিমানবন্দর সম্প্রসারণ ও রাস্তা নির্মাণের জন্য তাঁদের ভূমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ ৫ বছর ধরে তাঁদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। ফলে তাঁরা তাঁদের বাড়িঘর সম্প্রসারণসহ ভূমির ক্রয়-বিক্রয় থেকে সম্পূর্ণ বঞ্চিত রয়েছেন। অর্থাভাবে তাঁদের ছেলেমেয়েদের লেখাপড়া ও বিয়েশাদি বন্ধ হয়ে গেছে। এর আগেও তাঁরা কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানালেও তাঁদের দুর্ভোগ লাঘবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ধোপাগুল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম। আরও বক্তব্য দেন শায়েস্তা মিয়া, ফিরোজ আলী, মন্তাজ আলী, কবির হোসেন, আব্দুল হাকিম, আব্দুল নূর প্রমুখ।

অবস্থান কর্মসূচি শেষে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ অবস্থানকারীদের ডেকে নিয়ে তাদের বক্তব্য শোনেন এবং বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে ফেব্রুয়ারি মাসের ভেতরেই বিষয়টি সুরাহা করে দেবেন।

নেতারা বলেন, এই সময়সীমার মধ্যে বিষয়টি সুরাহা না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবেন।

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের