হোম > সারা দেশ > সিলেট

উপাচার্যের বিষয়ে সরকারকে শিগগিরই পদক্ষেপ নেওয়ার আহ্বান শাবিপ্রবি শিক্ষক সমিতির

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবির) শিক্ষক সমিতির বৈঠক শেষে উপাচার্যের বিষয়ে সরকারকে শিগগিরই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। রোববার দুপুর আড়াইটা থেকে রাত আটটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বৈঠক করেন শিক্ষক সমিতির নেতারা। 

বৈঠক শেষে রাত সোয়া আটটায় অডিটোরিয়ামের সামনে শিক্ষক সমিতির ৪ দফা দাবি উত্থাপন করেন শিক্ষক সমিতির সভাপতি তুলসী কুমার দাস। 

শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর বর্বরোচিত পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে তুলসী কুমার বলেন, ‘অবিলম্বে সরকার কর্তৃক নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য যা যা করা দরকার তা অনতিবিলম্বে করতে হবে। এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করছি। 

শিক্ষক সমিতির সভাপতি বলেন, ‘উপাচার্যের পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত। এ ক্ষেত্রে শিগগিরই পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। শিক্ষার্থীদের প্রতি কোনো রকম সহিংসতায় সম্পৃক্ততা না হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।’ 

এক প্রশ্নের জবাবে তুলসী কুমার দাস বলেন, ‘শিক্ষার্থীরা আন্দোলনকে যৌক্তিক মনে করছে বলেই তাঁরা আন্দোলন করছে। আমাদের এক একজনের কাছে এক এক রকম মনে হতে পারে কিন্তু তাদের কাছে যৌক্তিক হতে পারে।’ 

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস