হোম > সারা দেশ > সিলেট

সিলেটে চুরি হচ্ছে সাদা পাথর, কমতে পারে পর্যটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদের উজানে ভোলাগঞ্জ জিরো পয়েন্টে সাদা পাথর পর্যটনকেন্দ্র। এর টানে ছুটে আসেন পর্যটকেরা। সেই সাদা পাথরে চোখ পড়েছে স্থানীয় প্রভাবশালী চক্রের। সম্প্রতি পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কিছুদিন বন্ধ ছিল পর্যটনকেন্দ্রটি। এই সুযোগে চক্রটি সাদা পাথর চুরি শুরু করেছে। গত রোববার রাতে পাথর চুরির সময় ধলাই নদের হেকিমেরটুক এলাকা থেকে পাথরবোঝাই ছয়টি নৌকাসহ ১৭ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে মামলা হয়।

পুলিশ জানায়, ৮-১০টি বারকি নৌকায় ৩০-৩৫ জন সাদা পাথর নিয়ে যাচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় ছয়টি নৌকার ১৭ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, চুরি করা সাদা পাথর বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্র বলেছে, স্থানীয় কিছু প্রভাবশালী বিজিবি ও পুলিশের কিছু অসাধু কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে সাদা পাথর চুরি করছেন। বিনিময়ে নৌকাপ্রতি ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা চাঁদা দিতে হয়। ভোলাগঞ্জ ১০ নম্বর, পুলিশ ফাঁড়ি ঘাট, কালাইরাগ, কলাবাড়ী ও টুকেরবাজার এলাকায় নদের পাড়ে রেখে এগুলো বিক্রি হয়।

স্থানীয় ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, দায়িত্বে থাকা কর্মকর্তাদের যোগসাজশে এবং দায়িত্বে অবহেলার কারণে সাদা পাথর চুরি হচ্ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে একদিন সাদা পাথর পর্যটনকেন্দ্র বিলীন হয়ে যাবে।

কোম্পানীগঞ্জ ট্যুরিজম ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেন, প্রতিনিয়ত সাদা পাথর চুরি হওয়ায় পর্যটনকেন্দ্রটি যেমন সৌন্দর্য হারাবে, তেমনি পর্যটকেরাও এখান থেকে আগ্রহ হারাবে। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বর্তমানে যেটুকু আছে, তা-ও থাকবে না।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ‘বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর মাঝে সাদা পাথর পর্যটনকেন্দ্র। এগুলো চুরি রোধে আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করছি। দিনরাত টহল দিচ্ছি। রোববার রাতে ছয়টি নৌকাসহ ১৭ জনকে আটক করেছি। তাঁদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ বলেন, ‘আমাদের কারও বিরুদ্ধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সাদা পাথর চুরির বিষয়টি নিরাপত্তার দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের জিজ্ঞেস করুন।’

বিজিবির ভোলাগঞ্জ কালাসাদেক বিওপি কোম্পানি কমান্ডার জাকির হোসেন বলেন, ভোলাগঞ্জ ক্যাম্পের কমান্ডারকে চুরি রোধে আরও কঠোর হওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত