মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুটি বনবিড়ালের ছানা উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। আজ সোমবার হাকালুকি হাওরপাড়ের বাড্ডা গ্রামের ধানখেতে ছানা দুটিকে অবমুক্ত করা হয়।
স্থানীয়রা জানান, সুজানগর ইউনিয়নের বাড্ডা বাজারের পশ্চিম পাশের ধানখেত থেকে ধাওয়া করে কয়েকটি কিশোর দুটি বনবিড়ালের ছানা ধরে ফেলে। জাহিদ আহমদ নামের ওই ব্যক্তি বিষয়টি বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হাকালুকি বিটের কর্মকর্তা মো. মোতাহার হোসেনকে জানান। তিনি ঘটনাস্থলে পৌঁছে ছানা দুটিকে উদ্ধার করে ওই ধানখেতেই অবমুক্ত করেন।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, বনবিড়াল সাধারণত ঝোপঝাড়েই বাস করে। তবে অস্থায়ীভাবে ধানখেতেও থাকে।