গোলাপগঞ্জে পৌর এলাকার রনকেলী নুরুপাড়া গ্রাম থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে পৌর এলাকার রনকেলী নুরুপাড়া গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী তাজ উদ্দিনের বাড়ির আঙিনায় শিশুটির মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। তবে শিশুটির নাম-পরিচয় কিছুই জানা যায়নি। কে বা কারা মরদেহটি ফেলে রেখে গেছে সে বিষয়ে জানা যায়নি।
গোলাপগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার ফয়জুল করিম বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। শিশুটির মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।