হোম > সারা দেশ > সিলেট

জাফলংয়ে পর্যটকদের সঙ্গে স্থানীয়দের হাতাহাতি

সিলেট প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্র। ছবি: আজকের পত্রিকা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে পর্যটকদের হাতাহাতির ঘটনার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জাফলংয় ক্যাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল বিকেলে জাফলং বিজিবি ক্যাম্প এলাকায় কয়েকজন পর্যটকের সঙ্গে স্থানীয় কয়েক যুবকের কথা-কাটাকাটি হয়। এ সময় তাঁদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে পর্যটকদের ধাওয়া দেন কয়েকজন যুবক। পরে স্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করেন।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, জাফলং বিজিবি ক্যাম্পসংলগ্ন একটি স্থানে পর্যটকদের পরিবহনে ব্যবহৃত একটি বাসের পাশে জটলার সৃষ্টি হয়েছে। সেখানে কথাবার্তা হচ্ছিল। তবে কী নিয়ে কথা বলছিলেন, তা শোনা যায়নি। একপর্যায়ে তাঁদের মধ্যে চিৎকার ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী আজকের পত্রিকাকে বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে পর্যটকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল স্থানীয় বাসিন্দাদের। সেখানে হাতাহাতিও হয়। তবে কেউই গুরুতর আহত হননি। স্থানীয় মুরব্বিরা বিষয়টি সমাধান করে পর্যটকদের খুশি করে দিয়েছেন। তবুও আমরা এ রকম আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে জন্য সতর্ক করছি।’

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু