হোম > সারা দেশ > মৌলভীবাজার

মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 

বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে মজুরি বৃদ্ধির দাবিতে মৌলভীবাজারের রাজনগরে ১২টি চা বাগানের শ্রমিকেরা ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বাগানগুলোর চা শ্রমিকেরা এ কর্মবিরতি পালন করেন। এ সময় আগামী ৩ দিনের মধ্যে তাদের মজুরি বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসলে পরবর্তীতে অর্ধদিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দেন তারা। 

মাথিউড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুগ্রিম গৌড় বলেন, ‘চা বাগানগুলোর মালিক পক্ষ দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন না করে আমাদের সাথে টালবাহানা করছে। আমাদের মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবি অনেক দিনের। মালিকপক্ষ ইতিমধ্যে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। আমরা এটা মানতেছি না। ১৩৪ টাকা দিয়ে কীভাবে একজন শ্রমিকের জীবন চলবে? এ অবস্থায় বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে চা শ্রমিকের মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে আজ (মঙ্গলবার) থেকে কর্মবিরতি পালন করছি। ৩ দিনের মধ্যে আমাদের দাবি না মানা হলে আমরা অর্ধদিবস কর্মবিরতি পালন করব।’ 

মাথিউড়া চা বাগানের পঞ্চায়েত রাম লাল সাধু বলেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’ 

উত্তরভাগ চা বাগান পঞ্চায়েত সভাপতি দুলাল বলেন, ‘মজুরি বৃদ্ধির দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বেঁধে দেওয়া এক সপ্তাহের সময় গতকাল সোমবার শেষ হয়েছে। কিন্তু এখনো দাবি মানা হয়নি। তাই আজ থেকে আমাদের ঘোষিত কর্মবিরতি চলছে। দাবি না মানলে আমরা কর্মবিরতি চালিয়ে যাব।’ 

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের