হোম > সারা দেশ > হবিগঞ্জ

এনসিপির হবিগঞ্জ সমন্বয়ক ও মাধবপুর উপজেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা

হবিগঞ্জ প্রতিনিধি

এনসিপির হবিগঞ্জ জেলা সমন্বয়ক এবং মাধবপুর উপজেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিপ্লবী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক এবং মাধবপুর উপজেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিপ্লবী ছাত্র-জনতা। আজ রোববার (২২ জুন) বিকেলে মাধবপুর উপজেলা গেট এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধন শেষে মাসুম মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন এনসিপির প্রতিনিধি সাঈদ বোরহান উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্যসচিব সিরাজুল ইসলাম তানজিল, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সংগঠক সৈয়দ মুহা. মাহদী হাসান এবং নেতা সালমান, টি আর রিয়াজ, সিজান, জহিরুল, সৈয়দ রিয়াজ উদ্দিন, সৈয়দ ফরহাদ উদ্দিন, হাফেজ জাকারিয়া, রুবেল মিয়া, ওয়াসিম আকরাম, আব্দুল করিম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সংগঠনের আদর্শ ও নীতিমালা উপেক্ষা করে জেলা সমন্বয়ক ও উপজেলা কমিটি একক সিদ্ধান্ত, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে সংগঠনকে বিভ্রান্তির পথে নিয়ে গেছে। তাই অবিলম্বে তাদের বহিষ্কার এবং একটি গ্রহণযোগ্য ও নিয়মতান্ত্রিক কমিটি পুনর্গঠন করতে হবে।

আন্দোলনকারীরা এনসিপির শুদ্ধিকরণ ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যতেও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

মানুষ দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়: মামুনুল হক

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কারাগারে

নির্বাচন সামনে রেখে যেন অস্ত্র ঢুকতে না পারে—কাস্টমসকে এনবিআর সদস্য

শাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু ৩ ফেব্রুয়ারি, ডোপ টেস্ট বাধ্যতামূলক

সিলেট-ম্যানচেস্টারের ফ্লাইট চালু রাখার দাবিতে মঙ্গলবার ‘মার্চ ফর বিমান’

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ

জৈন্তাপুরে আবারও বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা