সিলেটে রাস্তায় পরিত্যক্ত একটি ট্রাক থেকে ৬০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার মুরাদপুর বাইপাস ব্রিজ এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শাহপরান (রহ.) থানার মুরাদপুর বাইপাস ব্রিজসংলগ্ন রোডে চিনিভর্তি একটি ট্রাক পরিত্যক্ত অবস্থায় দেখে পুলিশ আটক করে। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের পেছনে ত্রিপল দিয়ে মোড়ানো ৬০ বস্তা চিনি পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।