হোম > সারা দেশ > সিলেট

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার শেরপুর টোলপ্লাজায় একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে দুজন নিহত হন। তাঁরা হলেন অটোরিকশাচালক জুয়েল মিয়া (২২) ও যাত্রী আসমা বেগম (৪৫)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওসানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত জুয়েল মিয়া শেরপুর নতুন বস্তির ইজ্জত আলীর ছেলে এবং আসমা বেগম উপজেলার সাদিপুর ইউপির সুন্দিকলা গ্রামের সত্তার মিয়ার স্ত্রী। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস শেরপুর সেতু পার হয়ে টোলপ্লাজার একটু সামনে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। এরপর বাসটিও উল্টে যায়। এ সময় অটোরিকশাচালক জুয়েল মিয়া ও যাত্রী আসমা বেগম ঘটনাস্থলেই মারা যান। অটোরিকশায় থাকা আরও এক যাত্রী ও বাসের পাঁচ যাত্রী আহত হন। 

ওসানীনগর থানার ওসি মাছুদুল আমিন বলেন, ‘নিহত দুজনকে শেরপুর হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত