হোম > সারা দেশ > সিলেট

বিমানবন্দর থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

পালিয়ে বিদেশ যাওয়ার সময় ঢাকা বিমানবন্দর থেকে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার এনায়েত হোসেন (৩৮) সিলেট বিয়ানীবাজার উপজেলার জয়নুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি। তিনি ৫ নম্বর কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। 

সিলেট জেলা সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। রাতেই তাঁকে বিয়ানীবাজার থানায় নিয়ে আসা হয় বলে জানান তিনি। 

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর আজকের পত্রিকাকে বলেন, ‘এই মামলার সাত আসামির মধ্যে চারজন আত্মসমর্পণ করলে আদালত তাঁদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। প্রধান আসামি যাতে কোনোভাবে দেশের বাইরে পালিয়ে যেতে না পারেন, সে জন্য আমরা সব বিমানবন্দরে জানিয়ে দিই। এনায়েত হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।’ 

এর আগে গত ২ জুন বিয়ানীবাজারের আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের আব্দুল মুহিত ও প্রতিবেশী আব্দুল জব্বারের জমি সীমানা নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় আসামি এনায়েত হোসেন দা দিয়ে জয়নুল ইসলামকে কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার পরদিন (৩ জুন) থানায় সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত