হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জনের প্রাণহানি

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল ও চুনারুঘাট উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শেওড়াতলী এলাকায় দুইজন ও চুনারুঘাট উপজেলায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান ও চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বাহুবল থানার ওসি মো. মশিউর রহমান বলেন, ‘উপজেলার হিলালপুর গ্রামের বাসিন্দা মাওলানা মিজান মিয়া রোববার রাতে পিকআপে করে কাঠ নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের শেওড়াতলী পৌঁছালে মহাসড়কে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে পিকআপে থাকা হিলালপুর গ্রামের জহুর মিয়া (৫৫), মাওলানা মিজান মিয়া (৪০), অলুয়া গ্রামের মো. নুরুল আমিন (৩৫) এবং পুটিজুরী ইউনিয়নের গোলগাও গ্রামের ফজলু মিয়া (৫৩) গুরুতর আহত হয়েছেন।

তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহুর মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে নুরুল আমিন মারা যান।’

অপরদিকে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় আজকের পত্রিকাকে বলেন, ‘মধ্যরাতে উপজেলার গাজীগঞ্জ বাজারে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গুরুতর আহত হয় নাছিমাবাদ চা বাগানের বিশাল উড়াং (২০) নামে এক যুবক। রাতেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সে ওই চা বাগানের আকাশ উড়াংয়ের ছেলে।’

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার