হোম > সারা দেশ > সিলেট

সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত: ট্রাকচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের দক্ষিণ সুরমার নাজির বাজারে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ১৫ জনের প্রাণহানির ঘটনায় করা মামলায় ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার দুপুরে র‍্যাব-৯-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানান উইং কমান্ডার মো. মোমিনুল হক।

গ্রেপ্তার ট্রাকচালকের নাম মো. শফিকুল ইসলাম (২৭)। তিনি শেরপুর জেলার সদর থানার নয়াপাড়া মোকসেদপুর এলাকার মো. মিস্টার মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ৭ জুন ভোরে সিলেট নগরের আম্বরখানা বড়বাজার থেকে পিকআপে করে নারীসহ প্রায় ৩০ জন নির্মাণশ্রমিক একটি নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজে জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর এলাকায় পৌঁছালে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ১১ জন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিকেল পর্যন্ত মারা যান আরও তিনজন। পরদিন সকালে হাসপাতালে আরেকজন শ্রমিক মারা যান। 

ঘটনার পরদিন ট্রাক ও পিকআপচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ার ইজাজুল বাদী হয়ে মামলাটি করেন। ইজাজুলের বাবা সায়েদ নুর এ দুর্ঘটনায় নিহত হন। 

এদিকে ঘটনার পর আহত অবস্থায় ট্রাকচালক শফিকুল ইসলাম পালিয়ে যান। পরে গতকাল শনিবার র‍্যাব-৯ ট্রাকচালককে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর শফিকুলকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করে র‍্যাব।

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস