১০ দফা দাবিতে সিরাজগঞ্জে পেট্রল পাম্প বন্ধ রেখেছে পেট্রল পাম্প ও ট্যাংক লরি মালিক ঐক্য পরিষদ। একই সঙ্গে বন্ধ রয়েছে বাঘাবাড়ী ওয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন কার্যক্রম।
বাংলাদেশ পেট্রল পাম্প ও ট্যাংক লরি মালিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ধর্মঘট পালন করা হচ্ছে।
ভোর থেকেই বাঘাবাড়ী ওয়েল ডিপোতে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকায় এলাকা কার্যত স্থবির হয়ে পড়ে। ডিপো এলাকায় জড়ো হয়ে অলস সময় কাটাচ্ছেন ট্যাংক লরির চালক ও শ্রমিকেরা। তেল উত্তোলন বন্ধ থাকায় উত্তরাঞ্চলের ১৬ জেলা ছাড়াও টাঙ্গাইল, শেরপুর ও জামালপুরে জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে।
উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি চলছে। তবে বেলা ২টার পর থেকে ডিপো থেকে তেল উত্তোলন শুরু হবে। তখন চালকেরা উত্তরবঙ্গসহ সংশ্লিষ্ট জেলাগুলোতে তেল সরবরাহ শুরু করবেন।