হোম > সারা দেশ > শেরপুর

বন্যার পানিতে গোসলে নেমে শেরপুরে ২ স্কুলছাত্রের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

বন্যার পানিতে গোসল করতে নেমে শেরপুরে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর চৌরাস্তায় এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

মৃতরা হচ্ছে–ডোবারচর বাইনপাড়া গ্রামের মো. আমজাদের ছেলে মো. সুমন (১৩) ও একই গ্রামের মো. মহিরের ছেলে মো. সুফল (১৩)। তারা দুজনই স্থানীয় ডোবারচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সুমন ও সুফল ফুটবল খেলা শেষে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর চৌরাস্তা মোড়ের পাশে বন্যার পানিতে গোসল করতে নামে। এ সময় পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হন তারা। 

পরে স্থানীয়রা শেরপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল না থাকায় জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তবে জামালপুরের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা জাল ফেলে দুই কিশোরের লাশ উদ্ধার করেন। 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘পানিতে ডুবে মারা যাওয়া দুই কিশোরের লাশ তাদের নিজ বাড়িতে আছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

শেরপুর-২ আসনে ফাহিম চৌধুরীর মনোনয়ন জটিলতা নিরসনে দোয়া ও মিলাদ

নালিতাবাড়ী ঘুরে গেল ভোটের গাড়ি, জানেন না শহরবাসী

শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

শেরপুরের ৩ আসন: স্বতন্ত্রের চাপে বিএনপি

এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর