হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে ৪২৬ বোতল ফেনসিডিলসহ আটক ভুয়া পরিবার

শেরপুর প্রতিনিধি

শেরপুরে স্বামী-স্ত্রী ও কিশোরী মেয়ের এক ভুয়া পরিবারকে মাদকসহ আটক করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের জেলখানা মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটকের সময় তাদের সঙ্গে ছিল ৪২৬ বোতল ফেনসিডিল। 

আটককৃতরা হলেন—গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার থৈকড়েরপাড়া গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে মো. আব্দুল আজিজ (৩৪), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের মন্টু মিয়ার স্ত্রী মোছা. রোকছানা খাতুন (৩৫) ও ১৪ বছরের এক কিশোরী।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৪ জামালপুর-শেরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রির জন্য গাড়িযোগে শেরপুর দিয়ে গাজীপুরের উদ্দেশে নেওয়া হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের জেলখানা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত আব্দুল আজিজ, রোকছানা খাতুন ও কিশোরীকে আটক করে র‍্যাব। পরে তাদের সঙ্গে থাকা বিভিন্ন ব্যাগ তল্লাশি করে ৪২৬ বোতল ফেনসিডিল,৩টি মোবাইল, সিম ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় সোয়া ৪ লাখ টাকা। 

তিনি আরও বলেন, কেউ যাতে বুঝতে না পারে সে জন্য আটককৃতরা স্বামী-স্ত্রী ও কিশোরীকে সন্তানের পরিচয় দিয়ে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তারা দীর্ঘদিন ধরেই এভাবে দেশের বিভিন্ন স্থানে মাদক কেনা-বেচা ও সরবরাহ করে আসছেন।

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

থানার গেটের সামনে জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ

শেরপুরের নালিতাবাড়ী: গরু-ছাগলের হাটের দখলে শতবর্ষী মাঠ

অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

শেরপুরের নালিতাবাড়ী: পিঁপড়ার ডিমে জীবিকা তাঁদের