হোম > সারা দেশ > শেরপুর

নালিতাবাড়ীতে ১২৯২ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ব্যবসায়ী 

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১ হাজার ২৯২ বস্তা ভারতীয় চিনিসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে শেরপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি) ও নালিতাবাড়ী পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রহুল আমিন। তিনি উপজেলার বরুয়াজানি গ্রামের শেরআলীর ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে শেরপুরের গোয়েন্দা পুলিশ ও নালিতাবাড়ী পুলিশ উপজেলার কাকরকান্দি ইউনিয়নের ব্যবসায়ী রহুল আমিনের দোকানে অভিযান চালায়। এ সময় রহুল আমিনের তিনটি গোডাউন থেকে ১ হাজার ২৯২ বস্তায় ৬৪ হাজার ৬০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এ সময় রহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। 

পরে আজ মঙ্গলবার সকালে এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করে। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে রহুল আমিনকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়। 

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া বলেন, গ্রেপ্তার রহুল আমিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

থানার গেটের সামনে জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ

শেরপুরের নালিতাবাড়ী: গরু-ছাগলের হাটের দখলে শতবর্ষী মাঠ

অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

শেরপুরের নালিতাবাড়ী: পিঁপড়ার ডিমে জীবিকা তাঁদের

নকলায় কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিতের মামলায় গ্রেপ্তার ১

নালিতাবাড়ীতে জাল টাকাসহ যুবক আটক

‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’

শেরপুরে কৃষি কর্মকর্তাকে পেটানোর অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বহিষ্কার