হোম > সারা দেশ > শেরপুর

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, তাঁরা জুয়াড়ি ও মাদক কারবারি।

গতকাল বুধবার রাতে উপজেলার তারানি এলাকা থেকে জুয়া খেলার সময় ৯ জন ও পৌর শহরের নালিতাবাড়ী বাজার এলাকা থেকে মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

জুয়া খেলার সময় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কালাকুমা এলাকার আকরাম হোসেন (২৫), আফজাল হোসেন (২৭), হুমায়ুন (৩২), তোফাজ্জল হোসেন (৩৪), তারানি এলাকার মামুন মিয়া (২৬), নুরুল হক (৩২), শাহ আলম (৩৮), শহিদুল ইসলাম (৩৫) ও সাইম মিয়া (২১)।

এদিকে মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর শহরের আড়াইআনী এলাকার সাবির হোসেন শান্ত (২৪) ও ফজলুল হকের ছেলে রবিউল হাসান (২৪)।

পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় তারানি এলাকায় একটি বসতঘর থেকে জুয়া খেলার সময় ৯ জনকে গ্রেপ্তার করা হয়। একই রাতে পৌর শহরের আড়াইআনী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫০টি ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ী ঘুরে গেল ভোটের গাড়ি, জানেন না শহরবাসী

শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

শেরপুরের ৩ আসন: স্বতন্ত্রের চাপে বিএনপি

এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

থানার গেটের সামনে জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ