হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে বিএনপি নেতা বাদল হত্যায় গ্রেপ্তার ৩

শেরপুর প্রতিনিধি

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

শেরপুরে বিএনপির নেতা গোলাম জাকারিয়া বাদল হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। রোববার (২ মার্চ) বিকেলে তাঁদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর ভুইয়ারচর এলাকার মোতালেব মিয়ার ছেলে লালন মিয়া (২৮), সোহেল রানার ছেলে সৌরভ মিয়া (২৬) ও খুনুয়া চরপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মাজাহারুল ইসলাম মুরাদ (২৮)।

এর আগে গত শনিবার সকালে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইউডি রাজপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় এই মামলার তিন আসামিকে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার ও দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া বাদল। তিনি সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে ও শেরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ছিলেন।

এ ঘটনায় নিহত বাদলের স্ত্রী পপি বেগম বাদী হয়ে সদর থানায় কৃষক লীগ নেতা ও কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীকে ১ নম্বর আসামি এবং কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. লুৎফর রহমানকে ২ নম্বর আসামিসহ ২৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। মামলায় আরও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

থানার গেটের সামনে জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ

শেরপুরের নালিতাবাড়ী: গরু-ছাগলের হাটের দখলে শতবর্ষী মাঠ

অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

শেরপুরের নালিতাবাড়ী: পিঁপড়ার ডিমে জীবিকা তাঁদের

নকলায় কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিতের মামলায় গ্রেপ্তার ১