হোম > সারা দেশ > শেরপুর

মাদ্রাসায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত

শেরপুর প্রতিনিধি

শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. ফাহিম মিয়া (১৬) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আজ রোববার সকালে শেরপুরের তাতালপুর এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মো. সজীব মিয়া (১৫) নামে আরও এক মাদ্রাসাছাত্র আহত হয়েছে। 

নিহত ফাহিম শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে। সে সদর উপজেলার তাতালপুর দারুস সুন্নত ইন্টারন্যাশনাল মাদ্রাসার কোরআনে হাফেজ শাখার শিক্ষার্থী ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে মাদ্রাসাছাত্র ফাহিম তার সহপাঠী সজীবকে নিয়ে মোটরসাইকেলে করে তাতালপুর দারুস সুন্নত ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্দেশে যাচ্ছিল। পথে তারা তাতালপুর বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলচালক ফাহিম ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সজীব গুরুতর আহত হয়। 

পরে স্থানীয় লোকজন সজীবকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সজীব সেখানেই চিকিৎসাধীন রয়েছে। 

এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল মিয়া বলেন, নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে গ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তবে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

থানার গেটের সামনে জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ

শেরপুরের নালিতাবাড়ী: গরু-ছাগলের হাটের দখলে শতবর্ষী মাঠ

অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

শেরপুরের নালিতাবাড়ী: পিঁপড়ার ডিমে জীবিকা তাঁদের