হোম > সারা দেশ > শেরপুর

সাবেক স্ত্রীর মানসিক নির্যাতনে স্বামীর মৃত্যুর অভিযোগ এনে সংবাদ সম্মেলন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সাবেক স্ত্রী ও একজন পুলিশ কর্মকর্তার ষড়যন্ত্রে মিথ্যা মামলা, পুলিশি হয়রানি এবং মানসিকভাবে নির্যাতনের শিকার হয়ে ব্রেন স্ট্রোকে স্বামী মারা গেছেন বলে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক বিধবা নারী। একই সঙ্গে রূপালী ইয়াসমিন নামে ওই নারীসহ স্বামীর স্বজনদের জড়িয়ে মিথ্যা মামলা ও নানা অপবাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আজ বুধবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে মৃত শফিকুল ইসলামের স্ত্রী রূপালী ইয়াসমিন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এ সময় লিখিত বক্তব্যে রূপালী বলেন, ‘শফিকুল ইসলামের সাবেক স্ত্রী মমতাজ বেগম ও আমার সাবেক স্বামী পুলিশ কর্মকর্তা সবুর উদ্দিন মিলে শফিকুল ইসলামের বিরুদ্ধে এক নারীকে দিয়ে মিথ্যা মামলা দায়ের, পুলিশি হয়রানি ও ছবিসহ লিফলেট বিতরণ করে মানসিকভাবে নির্যাতন করে। ফলে পুলিশের ভয়ে পালিয়ে বেড়ানো আমার স্বামী ব্রেন স্ট্রোক করে প্রথমে ময়মনসিংহ ও পরে রাজধানীর সুমনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ জুলাই মৃত্যুবরণ করেন।’ 

তিনি আরও বলেন, ‘ওই মৃত্যুর ঘটনা ভিন্ন খাতে প্রবাহ করে উল্টো আমাকে এবং আমার স্বামীর ভগ্নিপতিসহ চারজনকে হত্যাকারী বানিয়ে আদালতে মিথ্যা অভিযোগ দায়ের করেছে সাবেক স্ত্রী মমতাজ।’

এর আগে শফিকুল ইসলামের মৃত্যুকে হত্যার অভিযোগ এনে গত ১০ আগস্ট ভগ্নিপতি তোফাজ্জল, ব্যবসায়িক সহযোগী হাসু এবং রুপালী ও মুর্শিদাসহ চারজনকে আসামি করে শফিকুলের মেয়ের পক্ষে তাঁর মা বাদী হয়ে শেরপুর আদালতে মামলা করেন। মামলাটি তদন্ত করছেন নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সায়েদুর রহমান।

এ ব্যাপারে নালিতাবাড়ীর উপপরিদর্শক (এসআই) সায়েদুর রহমান বলেন, আদালতের মাধ্যমে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে নালিতাবাড়ী থানায় পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

থানার গেটের সামনে জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ

শেরপুরের নালিতাবাড়ী: গরু-ছাগলের হাটের দখলে শতবর্ষী মাঠ

অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

শেরপুরের নালিতাবাড়ী: পিঁপড়ার ডিমে জীবিকা তাঁদের

নকলায় কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিতের মামলায় গ্রেপ্তার ১