হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে দায়ের কোপে সেনাসদস্য নিহত, অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে

শেরপুর প্রতিনিধি 

নিহত ওয়াসিম আকরাম। ছবি: সংগৃহীত

জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় ওয়াসিম আকরাম (২৬) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নিজপাড়া গ্রামে চরশেরপুর হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াসিম আকরাম বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ বীর, সিলেটের জালালাবাদ সেনানিবাসে কর্মরত ছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াসিম আকরাম ছয় বছর ধরে সেনাবাহিনীর সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। ছয় মাস আগে শেরপুর শহরের বারাকপাড়ায় বিয়ে করেন তিনি। তিন দিন আগে ১৫ দিনের ছুটিতে বাড়িতে আসেন।

নিহত সেনাসদস্যের স্বজনদের আহাজারি। আজ সোমবার দুপুরে জেলা সদর হাসপাতালের মর্গের সামনে তোলা। ছবি: আজকের পত্রিকা

আজ সোমবার সকালে বাবার সঙ্গে ধান কাটতে যান। ফেরার পথে বড় চাচা আব্দুস সালাম ও চাচাতো ভাই রঞ্জুর সঙ্গে পূর্বের জমি নিয়ে বিরোধের জেরে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। রঞ্জুর দায়ের কোপে ওয়াসিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর জেলা হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. আহসান উল মতিন সৈকত জানান, ওয়াসিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ঘাড়ে দায়ের কোপের গভীর চিহ্ন পাওয়া গেছে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

থানার গেটের সামনে জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ

শেরপুরের নালিতাবাড়ী: গরু-ছাগলের হাটের দখলে শতবর্ষী মাঠ

অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

শেরপুরের নালিতাবাড়ী: পিঁপড়ার ডিমে জীবিকা তাঁদের