হোম > সারা দেশ > শেরপুর

ফেসবুকে পোস্ট দিয়ে শেরপুরে যুবকের আত্মহত্যা

শেরপুর প্রতিনিধি

ফেসবুকে পোস্ট দিয়ে শেরপুরে মো. আমিনুল ইসলাম (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ রোববার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বাদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত যুবক ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মো. আব্দুল হালিমের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ / ৭ মাস আগে বিয়ে করেন আমিনুল ইসলাম। দীর্ঘদিন বেকার থাকায় তার স্ত্রী বেশির ভাগ সময় বাবার বাড়িতেই থাকেন। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ের একটি প্রজেক্টে কাজ শুরু করেন আমিনুল। কিন্তু বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। 

গত ১৯ জুন ময়মনসিংহে চিকিৎসকের তত্ত্বাবধানে কাউন্সেলিং ও ওষুধপত্র সেবন শুরু করেন তিনি। রোববার বেলা আড়াইটার দিকে আমিনুল ইসলাম ফেসবুকে পোস্ট দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। তার পোস্ট দেখে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এর আগে আমিনুল ফেসবুক পোস্টে লিখেন, ‘আমি আমার সঠিক মস্তিষ্কে লিখে যাচ্ছি যে, আজ আমার মৃত্যুর জন্য কেও দায়ী নয়। এই বিষয়টা নিয়ে যেন কারো প্রতি কোন প্রকার চার্য না করা হয় এবং কাওকে দায়ী না করে হয়। আমিনুল ইসলাম।’ তার আগে আরেকটি পোস্টে লিখেন, ‘ঝুলে গেলে মানুষ মরে যায়, নাকি বেচে যায়??’ 

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘মৃতের লাশ জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

থানার গেটের সামনে জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ

শেরপুরের নালিতাবাড়ী: গরু-ছাগলের হাটের দখলে শতবর্ষী মাঠ

অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

শেরপুরের নালিতাবাড়ী: পিঁপড়ার ডিমে জীবিকা তাঁদের

নকলায় কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিতের মামলায় গ্রেপ্তার ১