হোম > সারা দেশ > শেরপুর

নালিতাবাড়ীতে সংঘর্ষ: ছাত্রদল সভাপতিসহ ১০ জন কারাগারে

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনায় কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তারসহ ১০ জনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার বিকেলে এক আহত শিক্ষার্থীর বাবার করা মামলায় আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে এইচএসসির ইয়ার চেঞ্জ পরীক্ষা চলাকালে নন্নী উত্তরবন্দ গ্রামের ফরহাদ নামের এক পরীক্ষার্থীকে বেঞ্চে বসা নিয়ে একই শ্রেণির খালভাঙ্গা এলাকার অপর পরীক্ষার্থী আমিনুল ইসলাম আকাশ ধাক্কা দেয়। ফরহাদের বন্ধু পরীক্ষার্থী শাকিল এর প্রতিবাদ করলে আকাশ কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তারকে সংবাদ দেয়। খবর পেয়ে মুক্তার বহিরাগত অনুসারীদের নিয়ে কলেজে যায়। এ সময় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার কথা থাকলেও হঠাৎই বহিরাগতরা শাকিলকে মারধর ও ক্ষুরাঘাত করে।

এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে কলেজ ছাত্রদলের সভাপতিসহ বহিরাগতদের ওপর হামলা চালান। পরিস্থিতি বেগতিক দেখে ছাত্রদল সভাপতিসহ অন্যরা কলেজের অফিসকক্ষে আশ্রয় নেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বহিরাগতদের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেন। এ সময় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এ ঘটনায় কলেজের চার শিক্ষার্থী বহিরাগতসহ মোট ১৮ জনকে আটক করে পুলিশ। পরে রাতেই আহত শাকিলের বাবা খাইরুল ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করলে কলেজ ছাত্রদলের সভাপতিসহ জড়িত ১০ জনকে গ্রেপ্তার করে। আটক অন্যদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, নামীয় ১০ জনসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ১০ জনকে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

থানার গেটের সামনে জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ

শেরপুরের নালিতাবাড়ী: গরু-ছাগলের হাটের দখলে শতবর্ষী মাঠ

অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

শেরপুরের নালিতাবাড়ী: পিঁপড়ার ডিমে জীবিকা তাঁদের