হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুরে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

শেরপুর প্রতিনিধি

শেরপুরে কৃষক আব্দুস ছোবহান হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ একমাত্র আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

দণ্ড পাওয়া আসামির নাম মো. স্বর্ণবালী (৪৩)। তিনি জেলার নকলা উপজেলার বাউশা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। একই সঙ্গে রায়ে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। 

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন কুমার পাল। তিনি জানান, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি ভোরে নকলা উপজেলার বাউশা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে খুন হন কৃষক আব্দুস ছোবহান। একই দিন ওই ঘটনায় ছোবহানের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে চারজনকে আসামি করে নকলা থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আসামি স্বর্ণবালী গ্রেপ্তার হলে তিনি একাই ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

পিপি চন্দন কুমার বলেন, ‘তদন্ত শেষে ২০১৫ সালের ৫ আগস্ট স্বর্ণবালীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন নকলা থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম। ১১ জনের সাক্ষ্য নেওয়া শেষে আজ মঙ্গলবার এই রায় দেন আদালত।’

সংবাদ প্রকাশের পর ফের এসেছে নালিতাবাড়ীতে ‘ভোটের গাড়ি’

শেরপুর-২ আসনে ফাহিম চৌধুরীর মনোনয়ন জটিলতা নিরসনে দোয়া ও মিলাদ

নালিতাবাড়ী ঘুরে গেল ভোটের গাড়ি, জানেন না শহরবাসী

শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

শেরপুরের ৩ আসন: স্বতন্ত্রের চাপে বিএনপি

এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর