হোম > সারা দেশ > শেরপুর

খেতে অটোরিকশাচালকের লাশ, পিটিয়ে হত্যার অভিযোগ স্বজনদের

শেরপুর প্রতিনিধি 

প্রতীকী ছবি

শেরপুরের সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা কান্দাপাড়া গ্রামে খেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ওই গ্রামের একটি খেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত দেলোয়ার হোসেন (৩৮) হরিণধরা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা হাসমত আলীর ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে দেলোয়ার হোসেন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এলাকাবাসী তাঁর লাশ শ্বশুরবাড়ির পার্শ্ববর্তী একটি খেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবারের অভিযোগ, দেলোয়ারকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির মিথ্যা অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে কাদের বিরুদ্ধে এই অভিযোগ সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

সদর থানার উপপরিদর্শক (এসআই) বাপ্পা ঘোষ জানিয়েছেন, লাশের শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অটোরিকশা চুরির অভিযোগকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দেলোয়ারকে হত্যা করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

থানার গেটের সামনে জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ

শেরপুরের নালিতাবাড়ী: গরু-ছাগলের হাটের দখলে শতবর্ষী মাঠ

অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

শেরপুরের নালিতাবাড়ী: পিঁপড়ার ডিমে জীবিকা তাঁদের

নকলায় কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিতের মামলায় গ্রেপ্তার ১