হোম > সারা দেশ > শেরপুর

ঝিনাইগাতীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুইটি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুইটি বসতবাড়ি

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে অগ্নিকাণ্ডে দুইটি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুইটি বসতবাড়ি পুড়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে প্রতিদিনের ন্যায় ঝিনাইগাতীর তিনানী বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে চলে যান ব্যবসায়ীরা। এরপর রাত আনুমানিক দুইটার দিকে হাদি ডিজিটাল স্টুডিও ও কম্পিউটারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আশপাশের মানুষ ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু মুহূর্তেই আগুন পাশের আরও একটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং আকবর আলী ও আমজাদ আলীর বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। 

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুইটি ব্যবসাপ্রতিষ্ঠান ও আকবর আলীর বসতবাড়ি পুরোটাই ভস্মীভূত হয়ে যায়। আমজাদ আলীর বসতবাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কোটির টাকার বেশি হবে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। 

প্রত্যক্ষদর্শী মো. আব্দুর রহিম বলেন, ফায়ার সার্ভিসের ইউনিট আসার ফলে আগুন আর ছড়াতে পারেনি। তাঁরা সময়মতো পৌঁছাতে না পারলে বাজারের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানেও আগুন ছড়িয়ে পড়ত। 

এ ব্যাপারে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। 

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

থানার গেটের সামনে জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ

শেরপুরের নালিতাবাড়ী: গরু-ছাগলের হাটের দখলে শতবর্ষী মাঠ

অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

শেরপুরের নালিতাবাড়ী: পিঁপড়ার ডিমে জীবিকা তাঁদের

নকলায় কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিতের মামলায় গ্রেপ্তার ১