হোম > সারা দেশ > শেরপুর

হাসপাতালের ভবন থেকে লাফ দিয়ে রোগীর ‘আত্মহত্যা’

শেরপুর প্রতিনিধি

শেরপুরে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ছয়তলার বারান্দা থেকে লাফ দিয়ে মধু চক্রবর্তী (৪৫) নামে এক রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। মধু চক্রবর্তী নেত্রকোনা জেলার হীরণ চক্রবর্তীর ছেলে। তিনি শেরপুর শহরের গোপালবাড়ী এলাকায় থাকতেন। 

নিহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে তিনি শ্বাসকষ্ট, বমি ও পেটে ব্যথা নিয়ে জেলা সদর হাসপাতালের ষষ্ঠ তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন। শনিবার রাতে স্ত্রী পপি ভৌমিকের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে হাসপাতালের ষষ্ঠ তলার বারান্দা থেকে লাফ দেন তিনি। পরে শব্দ শুনে হাসপাতালের লোকজন ও তাঁর স্বজনেরা উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
এই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন বলেন, ওই রোগী শ্বাসকষ্ট ও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া তাঁর ব্রেইন টিউমারের অপারেশন হয়েছিল। তাঁর কিছুটা মানসিক সমস্যাও ছিল বলে মনে হচ্ছে। 

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

শেরপুরের ৩ আসন: স্বতন্ত্রের চাপে বিএনপি

এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

থানার গেটের সামনে জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ

শেরপুরের নালিতাবাড়ী: গরু-ছাগলের হাটের দখলে শতবর্ষী মাঠ