হোম > সারা দেশ > শেরপুর

নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে দুই গৃহবধূর মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওয়াকুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই নারী হলেন উপজেলার তাওয়াকুড়া গ্রামের তারাব আলীর স্ত্রী সখিনা খাতুন (৫০) ও প্রতিবেশী আন্তাজ আলীর স্ত্রী নুরুন্নাহার (৩৫)। ওই দুই নারী সম্পর্কে জা হন। 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে দাওয়াকুড়া গ্রামের সখিনা খাতুন তার গৃহপালিত মুরগি খুঁজতে বের হন। এ সময় প্রতিবেশী মতলেব মিয়ার বাড়িতে যান। যাওয়ার সময় বৃষ্টির পানি থাকায় মতলেব মিয়ার ঘরের পাশ ঘেঁষে যাওয়ার জন্য সখিনা টিনের বেড়া ধরেন। ওই সময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সখিনা মাটিতে লুটিয়ে পড়েন। এ দিকে সখিনার মাটিতে লুটিয়ে পড়া দেখে তাঁর ছোট জা নুরুন্নাহার তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন। পরে তাকে স্পর্শ করা মাত্র তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে বাড়ির লোকজন তাঁদের দুজনকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, দাওয়াকুড়া গ্রামে দুই নারী বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। 

নালিতাবাড়ী ঘুরে গেল ভোটের গাড়ি, জানেন না শহরবাসী

শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

শেরপুরের ৩ আসন: স্বতন্ত্রের চাপে বিএনপি

এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

থানার গেটের সামনে জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ