শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ধ্বংস করা হয়েছে বালু উত্তোলনে ব্যবহৃত ৮টি ড্রেজার মেশিন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সালেহাবাদ গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি উপজেলার চাঁদগাও গ্রামের মো. মোখলেছ (৩২)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার রাজনগর ইউনিয়নের সালেহাবাদ এলাকায় চেল্লাখলি নদীর পাড় ভেঙে বালু উত্তোলন করা হচ্ছিল। বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উপজেলার চাঁদগাও গ্রামের মোখলেছকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। পরে বালু উত্তোলনে ব্যবহৃত ৮টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। এ ছাড়াও উত্তোলন করা বালু জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুলের জিম্মায় দেওয়া হয়।
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন ইউএনও হেলেনা পারভীন।