শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুতায়িত হয়ে আব্দুল জব্বার হুদা (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বালিয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। মৃত জব্বার স্থানীয় আব্দুল ওহেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কৃষক আব্দুল জব্বারের বাড়িতে একটি গরু আসে। ওই সময় গরুটি তাড়াতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে গরুটি জড়িয়ে পড়ে। তখন গরুকে বাঁচাতে গিয়ে আব্দুল জব্বারও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় গরুটিও মারা যায়।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে। সেই সঙ্গে কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।