হোম > সারা দেশ > শেরপুর

শ্রীবরদীতে তক্ষকসহ গ্রেপ্তার ২ 

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে তক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কুরুয়া উচ্চবিদ্যালয়ের মেইন গেটের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী। 

গ্রেপ্তার দুজন হলেন মুক্তগাছা উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের মো. ফরহাদ (৫০) ও নান্দাইল উপজেলার দিলালপুর গ্রামের মো. পারভেজ (৩৫)। 

পুলিশ জানায়, র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় একটি তক্ষকসহ দুজনকে আটক করা হয়, যার আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়। পরে রাতেই তাঁদের শ্রীবরদী থানায় হস্তান্তর করে র‍্যাব। 

শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার দুপুরে তাঁদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

থানার গেটের সামনে জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ

শেরপুরের নালিতাবাড়ী: গরু-ছাগলের হাটের দখলে শতবর্ষী মাঠ

অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

শেরপুরের নালিতাবাড়ী: পিঁপড়ার ডিমে জীবিকা তাঁদের