হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

শেরপুর প্রতিনিধি

শেরপুরে এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. ইমান আলী শেখ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মো. সজীব মিয়া (২১) নালিতাবাড়ী উপজেলার ছালুয়াতলা গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। 

রায়ে একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, ওই স্কুলছাত্রী নালিতাবাড়ী উপজেলার ছালুয়াতলা গ্রামের হতদরিদ্র পরিবারের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে মো. সজীব মিয়া দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তাতে রাজি না হওয়ায় ২০২১ সালের ১৬ জুন রাতে ওই স্কুলছাত্রীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে সজীব মিয়া। পরে স্কুলছাত্রীর ডাক-চিৎকারে পরিবারের লোকজন সজীব মিয়াকে হাতেনাতে আটক করে। 

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে পরদিন ১৭ জুন সজীব মিয়াকে একমাত্র আসামি করে নালিতাবাড়ী থানায় একটি ধর্ষণের মামলা করেন। তদন্ত শেষে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহীম একই বছরের ১৮ আগস্ট আদালতে সজীব মিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। 

বিচারিক পর্যায়ের বাদী, ভুক্তভোগী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার সজীব মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক। 

 

 

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

থানার গেটের সামনে জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ

শেরপুরের নালিতাবাড়ী: গরু-ছাগলের হাটের দখলে শতবর্ষী মাঠ

অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

শেরপুরের নালিতাবাড়ী: পিঁপড়ার ডিমে জীবিকা তাঁদের

নকলায় কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিতের মামলায় গ্রেপ্তার ১