শেরপুরের নালিতাবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ নূরুল আমিনের ছেলে সাবেক ছাত্রনেতা মো. নাজমুল আহসান রুবেলসহ পাঁচজনকে জুয়া খেলার সামগ্রী ও টাকাসহ গ্রেপ্তার করেছে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাকি চারজন হলেন তারাগঞ্জ দক্ষিণ বাজার এলাকার মাসুম মিয়া (৪৫), পারভেজ (২৪), উসমান আলী (৫০) ও ছিটপাড়া মহল্লার ছামিদুল হক (৩০)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অধ্যক্ষ নূরুল আমিনের নালিতাবাড়ী বাজারস্থ বাসায় অভিযান চালায়। এ সময় জুয়া খেলার সামগ্রীসহ ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, আজ দুপুরে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।