হোম > সারা দেশ > শেরপুর

একই পরিবারের আটজন জখমের ঘটনায় নিহত ১ 

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একই পরিবারের আটজনকে কুপিয়ে জখম করার ঘটনায় জালাল উদ্দীন (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

এর আগে গত ৩ নভেম্বর বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে। উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমেশ্চুড়া জোড়ার পাড় গ্রামের প্রতিপক্ষ নই মিয়া, তাঁর ছেলে শফিকুল ও তাঁদের সমর্থকেরা কুপিয়ে জখম করে জালালের পরিবারের সদস্যদের। 

এ ঘটনায় আহতেরা হলেন জালাল উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৫০), তাঁদের মেয়ে জামেনা খাতুন (৩৩), ছেলে আব্দুর রশিদ (৩৮) ও তাঁর স্ত্রী শাহনাজ বেগম (৩০), রশাদ আলী (২২) মনির হোসেন (২৫) ও তাঁর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মর্জিনা বেগম (২২ 

এ ঘটনায় জালাল উদ্দিনের ছেলে মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় ১৫ জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। 

মঞ্জুরুল ইসলাম বলেন, ‘নই মিয়া আমাদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য ষড়যন্ত্র করে আসছিল। গত ৩ নভেম্বর তারা আমার বৃদ্ধ বাবা, মা, ভাই, বোন ও ভাবিদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে। এ ঘটনায় আমার বাবা ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রোববার মারা গেছেন। মিয়া গ্যাংদের বিচার চাই।’ 

এ বিষয়ে নালিতাবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন বলেন, এ ঘটনার পরপরই তিনজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। 

নালিতাবাড়ী ঘুরে গেল ভোটের গাড়ি, জানেন না শহরবাসী

শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

শেরপুরের ৩ আসন: স্বতন্ত্রের চাপে বিএনপি

এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নকলায় ৭ অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

থানার গেটের সামনে জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ